Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

***প্রি-পেইড সংক্রান্ত যে কোন সমস্যার জন্য ফোন করুন। সদরদপ্তরঃ ০১৭০০৭৯৯৬৪০; শুভাঢ্যাঃ ০১৭০০৭৯৯৬৪১; হাসনাবাদঃ ০১৭০০৭৯৯৬৪২; কলাতিয়াঃ ০১৭০৯৮১৬৮৬১; আব্দুল্লাহপুরঃ ০১৭০৯৮১৬৮৬০; আটিবাজারঃ ০১৭০৪১০৮৯৬১; রুহিতপুরঃ ০১৮২৩২৭২৩৫৬*** বিদ্যুৎ সম্পর্কিত যে কোন প্রয়োজনে কেন্দ্রীয় হট লাইন নম্বরে ১৬৯৯৯ অথবা ১৬৮৯৯ এ ফোন করুন।***

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ(বিডা) এর ওয়ান স্টপ সার্ভিস লিংকঃ //bidaquickserv.org/


শিরোনাম
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর সদর দপ্তরে "বিশেষ স্টাফ সভা" এবং ক্রিসকপ কর্তৃক আয়োজিত পবিসের কর্মকর্তা/কর্মচারীগণের সন্তানদের সংবর্ধনা প্রদান।
বিস্তারিত

 অদ্য ২৫/০৩/২০২৩ খ্রিঃ তারিখ, শনিবার ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর সদর দপ্তরে "বিশেষ স্টাফ সভা" অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পবিস মনিটরিং ও ব্যবস্থাপনা পরিচালন (কেন্দ্রীয় অঞ্চল) এর পরিচালক জনাব মোঃ মুকুল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী (এসওডি),ঢাকা দক্ষিণ জনাব জিয়াউল ইসলাম এবং সভাপতিত্ব করেন অত্র পবিসের সিনিয়র জেনারেল ম্যানেজার জনাব মোঃ আবুল বাশার আজাদ। এছাড়াও উপস্থিত ছিলেন  পবিস মনিটরিং ও ব্যবস্থাপনা পরিচালন (কেন্দ্রীয় অঞ্চল) এর উপ-পরিচালক মহোদয়।  উক্ত সভায় প্রধান অতিথি মহোদয় পবিসের কর্মকর্তা এবং কর্মচারীগণের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। 


স্টাফ সভা শেষে প্রধান অতিথি মহোদয় ক্রিসকপ কর্তৃক আয়োজিত পবিসের কর্মকর্তা/কর্মচারীগণের সন্তানদের লেখাপড়ায় অধিক মনযোগী ও উৎসাহ প্রদানের লক্ষ্যে তাদের অভিনন্দন জানান এবং স্মারক প্রদান করেন।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
25/03/2023
আর্কাইভ তারিখ
01/04/2027