বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ(বিডা) এর ওয়ান স্টপ সার্ভিস লিংকঃ https://bidaquickserv.org/
প্রি-পেইড মিটারের সম্মানিত গ্রাহকগণকে অবগতির জানানো যাচ্ছে যে, রিচার্জ টোকেনে একাধিক লাইন থাকলে মিটারে ২০ ডিজিট করে প্রদানের পর এন্টার বাটন চাপতে হবে। প্রতিবার এন্টার বান্টন চাপার পর মিটারে good বা ok বা হাসি চিহ্ন দেখাবে। তবে Error দেখালে শুধুমাত্র ঐ ২০ ডিজিটের লাইনটি আবার প্রদান করে এন্টার চাপতে হবে। এভাবে সকল ডিজিট চাপা হলে রিচার্জ সম্পন্ন হবে। উল্লেখ্য রিচার্জ টোকেন একাধিক লাইন শুধু একবারই আসবে। মিটারের যে কোন সমস্যায় অফিসে যোগাযোগ করুন। ধন্যবাদান্তে, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস