Bangladesh Investment Development Authority (BIDA) One Stop Service Link: https://bidaquickserv.org/
ঢাকা পবিস-৪ এর ক্রীসকপ কর্তৃক আয়োজিত ‘বার্ষিক বনভোজন ২০২২’ গত ২৪-০২-২০২৩ খ্রিঃ তারিখ, রোজ শুক্রবার তারানগর, কলাতিয়াতে অবস্থিত ‘শ্যামল বাংলা রিসোর্ট’ এ উদযাপিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মাননীয় চেয়ারম্যান মহোদয়, পরিচালক (পবিস মনিটরিং ও ব্যবস্থাপনা পরিচালন (কেন্দ্রীয় অঞ্চল)) মহোদয়সহ বাপবিবোর্ডের গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জিএম/ জিএম মহোদয়গণ উপস্থিত ছিলেন। বনভোজনে ঢাকা পবিস-৪ এর কর্মকর্তা/কর্মচারীবৃন্দ তাঁদের পরিবারসহ অংশগ্রহণ করেন। বনভোজনে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে পবিসের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়া হাউজি খেলা ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সমাপনীতে চেয়ারম্যান মহোদয় বনভোজন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। কর্মকর্তা/কর্মচারীদের মানসিক ও শারীরিক ক্লান্তি দূর করতে বছরে বনভোজনের মত এমন অনুষ্ঠান সমূহ আয়োজনে জোর দেন। ঢাকা পবিস-৪ এর সিনিয়র জিএম মহোদয় সমাপনী বক্তব্যতে চেয়ারম্যান মহোদয়সহ বাপবিবোর্ড থেকে আগত সকল কর্মকর্তাবৃন্দের প্রতি শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS