Title
6th Annual General Meeting of Dhaka PBS-4
Details
অদ্য ১১.০২.২০২৩ খ্রিস্টাব্দ তারিখ রোজ শনিবার নানা আয়োজন এর মধ্য দিয়ে পালিত হল ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর ষষ্ঠ বার্ষিক সদস্য সভা। সভায় নানা আয়োজনের মধ্যে ছিলোঃ
১. গ্রাহক নিবন্ধন;
২. চেয়ারম্যান, বাপবিবো মহোদয় এর বাণী পাঠ;
৩. সভাপতি, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ বোর্ডের বাণী;
৪. পবিস বোর্ড এর কোষাধ্যক্ষের প্রতিবেদন উপস্থাপন ;
৫. সিনিয়র জেনারেল ম্যানেজার মহোদয়ের প্রতিবেদন পাঠ ;
৬. নির্বাচিত উত্তম গ্রাহকদের মাঝে পুরস্কার বিতরণ;
৭. সর্বোচ্চ বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহককে সম্মাননা প্রদান;
৮. রেজিষ্ট্রেশনকৃত গ্রাহকদের লটারীর মাঝে ভাগ্যবান গ্রাহক বাছাইকরন ও পুরস্কার প্রদানসহ নানাবিধ আয়োজন।
সিনিয়র জেনারেল ম্যানেজার মহোদয় উপস্থিত সকল গ্রাহকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য শুভেচ্ছা জানান।